thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

করোনার তাণ্ডবে ভেস্তে গেল যে বলিউড তারকাদের বিয়ে

২০২০ এপ্রিল ২১ ০৮:৩০:২১
করোনার তাণ্ডবে ভেস্তে গেল যে বলিউড তারকাদের বিয়ে

দ্য রিপোর্ট ডেস্ক: মহামারি করোনার কারণে সমগ্র ভারতে দীর্ঘ দিন ধরে লকডাউন চলছে। এ ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কৃত না হওয়ায়, সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া বিকল্প কোনো পথ নেই।

এ পরিস্থিতিতে অন্য সাধারণ মানুষের মতো ঘরবন্দি জীবন পার করছেন বলিউড তারকারাও। এরই মধ্যে বলিউডের বেশ কিছু তারকার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। কিন্তু করোনার প্রকোপে তাদের বিয়ে ভেস্তে গেছে। এমন কজন তারকা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।


আলী ফজল-রিচা চাড্ডা
অনেকদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন বলিউডের আলোচিত জুটি আলী ফজল ও রিচা চাড্ডা। চলতি বছরের শুরুতে তাদের বিয়ের গুঞ্জন শুরু হয়। জানা যায়, মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে রিচাকে বিয়ের প্রস্তাব দেন আলী। গত ১৫ ফেব্রুয়ারি আদালতে বিয়ের নিবন্ধনের জন্য আবেদন করেন। চলতি মাসে বিয়ের পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু করোনার প্রকোপ সব ভেস্তে গিয়েছে। এক বিবৃতিতে তাদের মুখপাত্র জানান, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি আকার ধারণ করায় সার্বিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়েছে। এই অবস্থায় আলী ফজল ও রিচা চাড্ডা তাদের বিয়ের অনুষ্ঠান স্থগিত করেছেন। চলতি বছরের শেষের দিকে বিয়ের পরিকল্পনা করেছেন এই যুগল।


বরুণ ধাওয়ান-নাতাশা দালাল
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান নাতাশা দালালের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন—এ খবর কারো অজানা নয়। গত কয়েক বছর ধরেই তাদের প্রেম-বিয়ে নিয়ে নানা জল্পনা চলছে। আগামী মে মাসে তাদের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। বিয়ের ভেন্যু ছিল থাইল্যান্ডের একটি পাঁচতারা হোটেল। এই ডেস্টিনেশন ওয়েডিং নিয়ে খুবই উত্তেজিত ছিল গোটা ধাওয়ান পরিবার। কিন্তু করোনাভাইরাসের তাণ্ডবে ভেস্তে গিয়েছে সব পরিকল্পনা।


রণবীর কাপুর-আলিয়া ভাট
আকাশের চাঁদ যেমন সবাই দেখে, তেমনি বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের খবরও সবার জানা। তাদের বিয়ে নিয়ে হাজারো কানাকানি শোনা যায়। যদিও নিজেরা অফিসিয়ালি কিছু জানাননি। তবে শোনা গিয়েছিল, এ বছরেই সাতপাকে বাঁধা পড়তে পারেন রণবীর-আলিয়া। কিন্তু করোনা প্রকোপে যে পরিস্থিতি তাতে এসবই অসম্ভব। যদিও লকডাউনের দিনে আপাতত একসঙ্গেই থাকছেন এই যুগল।


অর্জুন কাপুর-মালাইকা আরোরা
বলিউডের আরেক সমালোচিত প্রেমিক যুগল অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। শত তিরস্কার উপেক্ষা করে হাতে হাত রেখে সময় পার করছেন তারা। লকডাউনের দিনে একসঙ্গে সময় পার করছেন এ জুটি। চলতি বছরই তাদের বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু করোনার কারণে আপাতত তা হচ্ছে না। সম্প্রতি অর্জুন বলেন—যদি বিয়ে করতেও চাই, কীভাবে করব? সেই অবস্থা আছে কি?

(দ্য রিপোর্ট/আরজেড/২১এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর