thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

করোনা রোগীর জন্য ডুপ্লেক্স বাড়ি ছেড়ে দিলেন ন্যানসি

২০২০ এপ্রিল ২১ ১৪:৪৫:২৫
করোনা রোগীর জন্য ডুপ্লেক্স বাড়ি ছেড়ে দিলেন ন্যানসি

দ্য রিপোর্ট প্রতিবেদক: দিনে দিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় আক্রান্ত রোগীদের জন্য নিজের ডুপ্লেক্স বাড়ি ছেড়ে দিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।

এ সংগীতশিল্পী বলেন, ‘দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এজন্য নেত্রকোণায় আমার ডুপ্লেক্স বাড়িটি করোনা রোগী কিংবা করোনা যোদ্ধাদের জন্য ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, সেহেতু বাড়িটি জনস্বার্থে ছেড়ে দিলাম। এতে করে যদি কারো উপকারে আসে তবে এটিই আমার জন্য বড় পাওয়া। কারোনা মহামারি থাকা অবস্থায় যতদিন দরকার, ততদিন প্রশাসন এ বাড়ি জনস্বার্থে ব্যবহার করতে পারবেন।’

তিনি আরো বলেন, ‘আমরা একটি যুদ্ধে অবতীর্ণ হয়েছি। এই যুদ্ধ কতদিন চলবে তা কেউ বলতে পারব না। আজ দেশের মানুষ অসহায়। খাদ্যের জন্য হাহাকার, সুচিকিৎসার অভাব। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমরা যারা স্বাবলম্বী; তাদের সবারই এগিয়ে আসা উচিত। আমার নিজের অনুশোচনার জায়গা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে মনে হয়েছে এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত। শুধু বাড়ি না, আমার গাড়িটা পর্যন্ত দিয়েছি এই মানবতার সেবায়। এই দুঃসময়ে যদি আমরা মানবিক না হই, তাহলে তো আমরা মনুষ্যত্বহীন মানুষ হিসেবে গণ্য হবো। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন বাড়িটি করোনা যোদ্ধারা ব্যবহার করতে পারবেন।’

নেত্রকোণায় মোট ২৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জেলার বারহাট্টা উপজেলায় ১০ জন, নেত্রকোণা সদরে চারজন, খালিয়াজুরী উপজেলায় চারজন, কেন্দুয়া উপজেলায় একজন, মোহনগঞ্জ উপজেলায় দুজন, কলমাকান্দা উপজেলায় তিনজন ও আটপাড়া উপজেলায় তিনজন রয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২১এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর