thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

‘মানুষের কাছে চেয়ে কত দিন সংসার চালাবো?’

২০২০ এপ্রিল ২৭ ১৩:৪৫:০০
‘মানুষের কাছে চেয়ে কত দিন সংসার চালাবো?’

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশের লোকগানের জনপ্রিয় সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় পরিচিতি পান তিনি। এর পর অসংখ্য জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মনে স্থান করে নেন তিনি। বাংলাদেশ ছাড়াও ৪৭টি দেশে স্টেজ শোয়ে গান পরিবেশন করেছেন কুদ্দুস বয়াতি। করোনার কারণে অভাব-অনটনের মধ্য দিয়ে তার জীবন চলছে। তাই ভালো নেই এই শিল্পী।

কেমন আছেন জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘ভালো নেই তবে ভালো থাকার চেষ্টা করছি।’ কেন ভালো নেই? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এদেশের একজন শিল্পী হাজার হাজার মানুষকে আনন্দ দেয়। কিন্তু একজন শিল্পী কীভাবে আছেন, কীভাবে তার সংসার চলে, তার ঘরে কী ভাত আছে, সে কী খেয়ে আছে, না খেয়ে আছে। এগুলো দেখার কোনো লোক নেই। এদেশের মানুষ শুধু বিনোদন নিতে চায় কিন্তু শিল্পীদের খোঁজ নিতে রাজি না।’

তিনি আরো বলেন, ‘খুব অসুবিধার মধ্যে আছি, হাতে টাকা পয়সা নাই। ঋণ করে সংসার চালাতে হচ্ছে। মানুষের কাছে চেয়ে কত দিন সংসার চালাবো? কালকে কীভাবে বাজার করবো জানি না। আবার হয়তো অন্যকারো কাছ থেকে, এভাবে আর কয়দিন চলতে পারবো জানি না।’

২০১৮ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রীর কাছ থেকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান পেয়েছিলেন কুদ্দুস বয়াতি। তিনি বলেন, ‘তিন মাস পর পর সাড়ে ১৭ হাজার টাকা পাই। করোনার আগে সেই টাকা তুলেছি। এখন টাকা শেষ, তাই ধার করতে হচ্ছে।’

গত বছর গুরুতর অসুস্থ হয়ে পড়েন কুদ্দুস বয়াতি। ফুসফুসে সমস্যা ছিল তার। পরবর্তীতে উন্নত চিকিৎসা নিতে তাকে ভারত যেতে হয়। চিকিৎসায় অনেক টাকা খরচও হয় উল্লেখ করে কুদ্দুস বয়াতি বলেন, ‘চিকিৎসার জন্য অনেকের কাছে ধার করেছি। শোধও করেছি। আল্লাহর রহমতে এখন মোটামোটি সুস্থ। সবকিছু ভালো চলছিল। কিন্তু করোনার কারণে আবার ঝামেলার মধ্যে পড়ে গেলাম।’

বর্তমানে পরিবার নিয়ে দিয়াবাড়িতে আছেন কুদ্দুস বয়াতি। তার পরিবারে ৬ জন সদস্য। তার বৃদ্ধ মাও তাদের সঙ্গে থাকেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর