thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

গাজীপুর মহানগরে মসজিদ খুলে দেওয়ার ঘোষণা মেয়রের

২০২০ এপ্রিল ২৯ ০৮:৪৫:৪২
গাজীপুর মহানগরে মসজিদ খুলে দেওয়ার ঘোষণা মেয়রের

দ্য রিপোর্ট প্রতিবেদক: গাজীপুর মহানগরের যেসব এলাকায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব নেই সেসব ওয়ার্ডে আগামী শুক্রবার থেকে মসজিদ ভিত্তিক নামাজ আদায় করা যাবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম বলেন,‘গাজীপুরে বিজিএমইএ যেভাবে গার্মেন্টস চালু করে দিয়েছে সেই হিসাবে আমাদের মসজিদ আছে, আল্লাহর ঘর, যেহেতু রমজান মাস সকলেই রোজা রাখি সেই হিসাবে আগামী শুক্রবার থেকে যেসব ওয়ার্ডে কোনো করোনা ভাইরাস নেই সেইসব এলাকায় মসজিদ ভিত্তিক মানুষ নামাজ পড়তে পারবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওই ভিডিও বার্তায় গাজীপুরের মেয়র আরও বলেন,‘আমাদের গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে করোনা পজেটিভ অন্তত অনেক এলাকা থেকে কমই আমরা মনে করি। এটা আমাদের নথিপত্র ঘেঁটে দেখেছি। তাই আগামী শুক্রবার থেকে মুসল্লিরা মসজিদ ভিত্তিক নামাজ আদায় করতে পারবেন। তারাবির নামাজসহ যারা যারা পড়তে ইচ্ছুক তারা পড়বেন। বিশেষ করে যেসব ওয়ার্ডে করোনাভাইরাস নেই সেসব ওয়ার্ড বা এলাকায় মানুষ মসজিদ ভিত্তিক নামাজ পড়তে পারবে। আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবো।’

করোনাভাইরাসের প্রকোপ থেকে মুক্তি পেতে তিনি আল্লাহর কাছে সবাইকে দোয়ার করারও আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর