thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

১৫ মে পর্যন্ত বিমানের সব ফ্লাইট বাতিল

২০২০ এপ্রিল ২৯ ১৪:৪৯:১৪
১৫ মে পর্যন্ত বিমানের সব ফ্লাইট বাতিল

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নানা সংকটের কারণে আগামী ১৫ মে পর্যন্ত সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্ধাটির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আগামী ১৫ মে পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

এর আগে ৩০ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছিল বিমান।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের বিমান চলাচলে ৭ মে পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে। তবে চীনের ফ্লাইটগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এদিকে চীনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কোনো ফ্লাইট নেই।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর