thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

বাবাকে শেষ দেখার অনুমতি পেল না মেয়ে

২০২০ এপ্রিল ৩০ ১৬:৩৯:৪৬
বাবাকে শেষ দেখার অনুমতি পেল না মেয়ে

দ্য রিপোর্ট ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন বলিউডের বিখ্যাত অভিনেতা ঋষি কাপুর। তার প্রস্থানে শোকের চাদরে ঢাকা পড়েছে ভারতীয় শোবিজ দুনিয়া।

এদিকে জানা গেল, বাবাকে শেষবারের মতো দেখতে আসার জন্য ফ্লাইটে চড়ার অনুমতি পাননি ঋষির মেয়ে। স্বামী-সন্তান নিয়ে দিল্লিতে থাকেন তিনি।

এদিকে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বর্তমানে ভারতে চলছে লকডাউন। সেজন্য বাবাকে শেষবার দেখতে বিমানে মুম্বাই যাওয়ার অনুমতি নিতে চেয়েছিলেন ঋদ্ধিমা। কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি।

শেষমেষ সড়কপথে ভ্রমণের অনুমতি পান ঋদ্ধিমা। এরপর ১৪ হাজার কিলোমিটার পথ পেরিয়ে মুম্বাই পৌঁছেছেন তিনি।

প্রসঙ্গত, ঋষি কাপুর মুম্বাইয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে না ফেরার দেশে চলে গেছেন। দীর্ঘদিন লিউকেমিয়া ক্যান্সারে ভুগে মৃত্যু হয়েছে তার।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর