thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

পুত্রের ছবি প্রকাশ করলেন কোয়েল

২০২০ মে ০৫ ১৮:১৩:২৩
পুত্রের ছবি প্রকাশ করলেন কোয়েল

দ্য রিপোর্ট ডেস্ক: মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পুত্রসন্তানের মা হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।

কিছুক্ষণ আগে কোয়েল তার ভেরিফায়েড ফেসবুক পেজে নবজাতকের ছবি প্রকাশ করেছেন। এতে দেখা যায়—হাসপাতালের বিছানায় শুয়ে আছেন কোয়েল। তার হাতের উপরে ঘুমাচ্ছে প্রিয় পুত্র। পাশে দাঁড়িয়ে আছেন কোয়েলের বর নিসপাল সিং।

ছবিটির ক্যাপশনে কোয়েলে লিখেছেন, আমাদের ছোট্ট সোনা আজ সকালে এসেছে। আমাদের এই আনন্দ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমাদের সন্তানের জন্য আশীর্বাদ করবেন।

কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কোয়েল। সেখানেই ভূমিষ্ঠ হয়েছে তার সন্তান। মা-ছেলে দুজনেই সুস্থ রয়েছে। ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। সাত বছর পর এ দম্পতির সংসার আলো করে এলো নতুন অতিথি।

কোয়েল মল্লিক মা হতে যাচ্ছেন, এ খবর প্রকাশ্যে আসে গত ফেব্রুয়ারিতে। তারপর ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। ফলে অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন পরিবারের সদস্য থেকে অনুরাগীরাও। কিন্তু সন্তান জন্মের পর কোনো সমস্যা হয়নি তার।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫মে, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর