thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

করোনা থেকে সেরে উঠেছেন ম্যাডোনা

২০২০ মে ০৯ ১৬:২০:৩৭
করোনা থেকে সেরে উঠেছেন ম্যাডোনা

দ্য রিপোর্ট ডেস্ক: করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুস্থ হওয়ার খবর জানিয়েছেন ৬১ বছর বয়সী ম্যাডোনা।

ইনস্টাগ্রামে নিজের দেড় কোটি ফলোয়ারের উদ্দেশে ম্যাডোনা লিখেছেন, ‘আমি বর্তমানে অসুস্থ নই। কারও শরীর অ্যান্টিবডি পরীক্ষায় পজিটিভ হওয়ার অর্থ হলো সে করোনাভাইরাসে আক্রান্ত ছিল। আমার বেলায় যেমনটা ঘটেছে। সাত সপ্তাহ আগে প্যারিসে সংগীত সফর শেষে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার অনেক সহশিল্পীর ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। কিন্তু তখন আমরা ভেবেছিলাম বাজে কোনও ফ্লুতে সংক্রমিত হয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ আমরা সবাই এখন সুস্থ। যারা সঠিক তথ্য না জেনে মুখরোচক গুঞ্জনে বিশ্বাস করেন আশা করি তাদের কাছে সব পরিষ্কার হয়েছে। জ্ঞানই শক্তি।’

এর আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ম্যাডোনা জানান, করোনাভাইরাস অ্যান্টিবডি পরীক্ষায় পজিটিভ হয়েছেন তিনি। যদিও তিনি তা টের পাননি!

নিজের ১৪তম অ্যালবাম ‘ম্যাডাম এক্স’-এর প্রচারণা হিসেবে গত ২২ ফেব্রুয়ারি রাতে প্যারিসে একটি শো করার পর ইনজুরির কথা জানিয়ে বাকি সব কনসার্ট বাতিল করেন ম্যাডোনা। এরপর তো করোনা ছড়িয়ে পড়ায় ফ্রান্স সরকার বড় আকারের জনসমাগম নিষিদ্ধই করে দেয়।

কয়েকদিন আগে আলোকচিত্রী স্টিভেন ক্লেইনের জন্মদিনের পার্টিতে অংশ নেন ম্যাডোনা। তার বাড়িতেই ছিল এই আয়োজন। যদিও এজন্য তাকে সমালোচনা হজম করতে হয়েছে।

এদিকে করোনা রোগ থেকে নিরাময়ের জন্য ভ্যাকসিন আবিষ্কারের গবেষণায় ইউরোপীয় ইউনিয়নকে ১১ লাখ ডলার (৯ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার টাকা) অনুদান দিয়েছেন ম্যাডোনা। এছাড়া করোনার ওষুধ খুঁজতে বিল গেটস ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯মে, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর