thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

৪৬ হাজার গ্রাম পুলিশদের ৬ কোটি টাকা প্রণোদনা

২০২০ মে ১১ ১৫:৪৮:৫০
৪৬ হাজার গ্রাম পুলিশদের ৬ কোটি টাকা প্রণোদনা

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের গ্রাম পু‌লিশ‌দের জন্য ৬ কো‌টি টাকার বি‌শেষ প্রণোদনা দি‌য়ে‌ছে সরকার। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি জিও জারি করা হয়েছে।

জা‌রিকৃত জিওতে বলা হয়েছে, বাংলাদেশের ৪ হাজার ৫৬৯টি ইউনিয়ন পরিষদে নিয়োজিত প্রায় ৪৬ হাজার গ্রাম পুলিশকে (দফাদার ও মহল্লাদার) ১ হাজার ৩০০ টাকা করে সর্বমোট ৬ কোটি টাকা বিশেষ অনুদান দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দ হতে প্রত্যেক জেলার জন্য মঞ্জুরীকৃত অর্থ উঠানোর অথরিটিপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকগণ তাদের অনুকূলে বরাদ্দকৃত অর্থ ট্রেজারি হতে উত্তোলন করে প্রত্যেক গ্রাম পুলিশকে এই টাকা সরাসরি প্রদান করবেন।

বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় গ্রাম পুলিশ বিশেষ ভূমিকা পালন করায় প্রণোদনা হিসেবে এ অনুদান দেয়া হলো।

এই খাতের টাকা অন্য খাতে ব্যয় করা যাবে না জানিয়ে আদেশে আরো বলা হয়, ছাড়কৃত অর্থ ব্যয়ে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল প্রদানকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

গ্রাম পুলিশে প্রতি ইউনিয়ন পরিষদে একজন করে দফাদার ও নয়জন করে মহলদার নিযুক্ত আছেন। তাদের মধ্যে দফাদাররা মাসে সাকুল্যে সাত হাজার টাকা এবং মহলদাররা ৬৫০০ টাকা বেতন পান। গত বছরের ১৭ ডিসেম্বর হাই কোর্ট দফাদারদের জাতীয় বেতন স্কেলের ১৯তম গ্রেড এবং মহলদারদের ২০তম গ্রেডে বেতন দেয়ার নির্দেশ দেয়। তবে এখনও তা বাস্তায়ন হয়নি।

গ্রাম পুলিশের চাকরি সরকারের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না হওয়ায় তাদের বেতনের অর্ধেক দেয় ইউনিয়ন পরিষদ আর বাকিটা দেয়া হয় সরকারের কোষাগার থেকে।

ব্রিটিশ আমল থেকে এ বাহিনী বিভিন্ন আইনের অধীনে কাজ করে আসছে। সর্বশেষ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে তাদের অন্তর্ভুক্ত করা হয়।

এ আইনের অধীনে ২০১৫ সালে গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলী সম্পর্কিত বিধিমালা তৈরি করা হলেও বিধিতে তাদের কোনো শ্রেণি নির্ধারণ করা হয়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/১১মে, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর