thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাংলাদেশে তৈরি দেড় লাখ পিপিই যুক্তরাষ্ট্রে রপ্তানি

২০২০ মে ২৬ ১০:১১:২২
বাংলাদেশে তৈরি দেড় লাখ পিপিই যুক্তরাষ্ট্রে রপ্তানি

দ্য রিপোর্ট প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে প্রথম ধাপে ১.৫ লাখ পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বা সুরক্ষা পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ।

সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক স্টাটাসে প্রতিমন্ত্রী জানায় , যুক্তরাষ্ট্রে পিপিই রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৬৫ লাখ পিপিইর অর্ডার পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সোমবার দেড় লাখ (৬৫ লাখের মধ্যে) পিপিই রফতানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১৬ লাখ ৮৬ হাজার ৮০৭ জন আক্রান্ত হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছুঁইছুঁই।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬মে, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর