thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পদ্মাসেতুর সাড়ে ৪ হাজার মিটার দৃশ‌্যমান হবে আজ

২০২০ মে ৩০ ১০:০২:১৫
পদ্মাসেতুর সাড়ে ৪ হাজার মিটার দৃশ‌্যমান হবে আজ

মুন্সীগঞ্জ সংবাদদাতা: করোনা দুর্যোগের মধ্যেও থেমে নেই পদ্মাসেতুর নির্মাণ কাজ। আবহাওয়া অনুকূলে থাকলে আজ শনিবার (৩০ মে) বসানো হবে পদ্মা সেতুর ৩০তম স্প্যান। এর মধ্যদিয়ে সেতুর চার হাজার ৫০০ মিটার দৃশ্যমান হবে।

এর আগে গত ৪ মে সেতুর ২৯তম স্প‌্যানটি বসানো হয়েছিল।

শুক্রবার (২৯ মে) সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ৩০তম স্প্যানটি নিয়ে রওনা হয় ভাসমান ক্রেন তিয়ান-ই। বিকালে ১৫০ মিটার দৈর্ঘ্য ফাইভ-ভি নামে স্প্যান নিয়ে শরিয়তপুরের জাজিরা প্রান্তে ভাসমান ক্রেনটি পদ্মা সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের কাছে গিয়ে পৌঁছায় ক্রেনটি।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আবহাওয়াসহ খুঁটিনাটি সব কিছু অনুকূলে থাকলে শনিবার সকালে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের ওপর ৩০তম স্প্যান বসানো হবে।

তিনি আরও জানান, আগামী জুন মাসের যে কোনো দিন ৩১তম স্প্যানটি বসানো হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রোকরপোরেশন।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০মে, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর