thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

ঢাকায় পৌঁছেছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

২০২০ জুন ০৮ ১৫:১৭:৪৫
ঢাকায় পৌঁছেছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

দ্য রিপোর্ট প্রতিবেদক: চীন থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) রোগের সেবা দিতে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছেছেন।

সোমবার ( ৮ জুন) বেলা ১১টা ২০ মিনিটে চীনের হাইনান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে (এইচইউ-৪৫১) ১০ সদস্যের ওই চিকিৎসক দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিমানবন্দরে চীনা মেডিক্যাল বিশেষজ্ঞদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ দুই দেশের অন্য কর্মকর্তারা।

বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত এ চীনা মেডিক্যাল দল আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে বাংলাদেশে এসেছে। চীনা মেডিক্যাল দল বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে।

এ উপলক্ষে বিমানবন্দরে একটি রিসিপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর