thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

করোনায় আক্রান্ত সিএমপি কমিশনার

২০২০ জুন ০৯ ১০:২৬:৪০
করোনায় আক্রান্ত সিএমপি কমিশনার

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান আক্রান্ত হয়েছেন। তবে তিনি আক্রান্ত হলেও তার শরীরে জ্বর বা তেমন কোনো উপসর্গ নেই।

মাহাবুবর রহমান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত হয়েছি। তবে শরীরে তেমন কোনো উপসর্গ নেই। আমি সুস্থ আছি। সকলের কাছে দোয়া চাই।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান তার নানা ব্যতিক্রমী কার্যক্রমের কারণে প্রশংশিত।

করোনার শুরু থেকে সিএমপি কমিশনারের নেতৃত্বে মানুষকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত থেকে শুরু করে, আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের পরিবহন সুবিধা দিয়ে নানা কর্মকাণ্ডের কারণে প্রশংসিত সিএমপি।

কমিশনার বলেন, আমি চাঙা আছি। মনোবল শক্ত আছে। সিএমপির সদস্যরা মানুষকে যে সেবা দিয়ে আসছে তা চলমান থাকবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর