thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

মেয়ে সোনমকেই ভয় পান অনিল কাপুর

২০২০ জুন ১০ ১৫:২৮:৪০
মেয়ে সোনমকেই ভয় পান অনিল কাপুর

দ্য রিপোর্ট ডেস্ক: মঙ্গলবারই ৩৫ বছরে পা দিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। মেয়ের জন্মদিনে বাবা অনিল কাপুর পোস্ট করলেন একটা দারুণ ছবি, যা দেখেই আপনার মনে হবে যে, এ যেন বাবা-মেয়ে নয়, দুই বন্ধুর ছবি। তবে মেয়ে সোনমের জন্মদিনে একটা গোপন কথা প্রকাশ্যে এনেছেন বলিউডের 'লক্ষ্মণ'।

অনিল লিখেছেন যে, তার মেয়ে সোনম কাপুরই "একমাত্র ব্যক্তি" যাকে তিনি "ভয় পান"। মেয়ে সোনমের কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন তিনি, একথাও স্বীকার করে নেন হিন্দি সিনেমা জগতের ওই এভারগ্রিন অভিনেতা। তবে শুধু যে বাবা অনিলই সোনমকে ভয় পান তা নয়, অভিনেত্রীর স্বামী আনন্দ আহুজাও বলেছেন যে, স্ত্রী সোনমকে তিনিও বেশ সমীহ করেই চলেন।

মেয়ে সোনম কাপুরকে নিয়ে বরাবরই গর্ব করেন অনিল কাপুর। তার আদরের মেয়ে একজন ভালো মানুষ একথাও দরাজ গলায় আগেও বলেছেন তিনি।

মঙ্গলবার মেয়ে সোনমের জন্মদিন উপলক্ষে অনিল লেখেন, "ও আমার বিশ্বাস, আমার আনন্দ, আমার গর্ব, আমার দেখা সবচেয়ে উদার মনের মানুষ ও (একমাত্র ব্যক্তি যাকে আমি ভয় পাই) এবং এখন একজন দুর্দান্ত পরিশ্রমী শেফ! শুভ জন্মদিন, সোনম কাপুর! আমি খুব খুশি যে তুমি আজ আমাদের সকলের সঙ্গে এখানে আছো। তোমাকে সবসময় ভালোবাসি!’

(দ্য রিপোর্ট/আরজেড/১০জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর