thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

অসঙ্গতি থাকলেও প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য: অর্থমন্ত্রী

২০২০ জুন ১২ ১৬:১৭:১৯
অসঙ্গতি থাকলেও প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য: অর্থমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অসঙ্গতি থাকলেও তা বাস্তবায়নযোগ্য বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুক্রবার (১২ জুন) বিকেলে অনলাইনে বাজেট পরবর্তী এক বিফ্রিংয়ে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

মহামারি করোনাভাইরাস সংকটময় পরিস্থিতি এবং অর্থনীতি পুনরুদ্ধারে মানুষের জীবন-জীবিকার কথা চিন্তায় রেখে এবারের বাজেটের শিরোনাম রাখা হয়েছে ‘অর্থনৈতিক উত্তরণ: ভবিষ্যৎ পথ পরিক্রমা’।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। চলতি ২০১৯-২০ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

(দ্য রিপোর্ট/আরজেড/১২জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর