thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ইসলামী ব্যাংকের পুনর্গঠিত শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

২০২০ জুন ১৪ ১৫:০৭:৩৯
ইসলামী ব্যাংকের পুনর্গঠিত শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পুনর্গঠিত শরী‘আহ সুপারভাইজরি কমিটির ভার্চুয়্যাল সভা ১০ জুন ২০২০, বুধবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার এতে সভাপতিত্ব করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম, কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সামাদ ও অন্যান্য সদস্যবৃন্দ এবং ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টরগণ সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি শায়খ পীর মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন (রহ:) এর বার্ধক্যজনিত মৃত্যুর পর চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদারকে শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও মুফতী সাঈদ আহমদকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১১জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর