thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

মৃত্যুর আগে প্রিয়জনদের সঙ্গে কথা বলেন সুশান্ত

২০২০ জুন ১৫ ০৬:৫৪:৫১
মৃত্যুর আগে প্রিয়জনদের সঙ্গে কথা বলেন সুশান্ত

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত এই অভিনেতার বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, গত ছয় মাস ধরে অবসাদে ভুগছিলেন সুশান্ত। রোববার আনুমানিক দুপুর পৌনে ১টার দিকে নিজের শোবার ঘরে সিলিংয়ের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। এর আগে প্রিয়জনদের সঙ্গে ফোনে কথা বলেন এই অভিনেতা। সুশান্তের সঙ্গে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অভিনয় করেছেন মহেশ শেঠি। তার সঙ্গে শেষ কথা হয়েছে এই অভিনেতার। তারও আগে সকাল সাড়ে নয়টার দিকে বোনের সঙ্গে কথা বলেছেন তিনি।

শনিবার রাতে নিজের বাসাতেই বন্ধুদের সঙ্গে গেট টুগেদার করেন সুশান্ত। সকালে দরজায় কড়া নাড়ার পর কোনো সাড়া না পেয়ে গৃহকর্মী চাবি দিয়ে দরজা খোলে। এরপর সুশান্তকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায়। পরবর্তী সময়ে পুলিশ ও অন্যদের খবর দেয়।

এদিকে সুশান্তকে হারিয়ে শোকাহত তার সহকর্মী, বন্ধু ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেতার প্রতি শোক প্রকাশ করছেন তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর