thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

করোনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মৃত্যু

২০২০ জুন ২২ ১৫:৪৬:০৭
করোনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক:করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন (৩৭) মারা গেছেন। সোমবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ফরিদ উদ্দিন গত ১১ জুন করোনা উপসর্গ দেখা দেয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত ১৪ জুন হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছিলো তাকে। এরপর ১৮ জুন শেখ ফরিদ উদ্দিনকে প্লাজমাও দেওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, যুগ্ম-পরিচালক ফরিদ উদ্দিন আজ সকালে হলি ফ্যামিলি হাসপাতালে মারা গেছেন। তবে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন কি-না এটি আমি নিশ্চিত নই, তার ডেথ সার্টিফিকেট পেলে এটি জানানো যাবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২২জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর