thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

গাভাস্কারের ৭১তম জন্মদিনে আইসিসি বিসিসিআই-এর শুভেচ্ছা

২০২০ জুলাই ১০ ২০:৩০:৫৩
গাভাস্কারের ৭১তম জন্মদিনে আইসিসি বিসিসিআই-এর শুভেচ্ছা

দ্য রিপোর্ট ডেস্ক: অভিষেকেই বাজিমাৎ। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৪ টেস্ট ম্যাচের সিরিজে ৭৭৪ রান ! অভিষেক সিরিজেই হয়ে গেছেন সুনীল গাভাস্কার ইতিহাস। টেস্ট ক্রিকেট ইতিহাসে সবার আগে ১০ হাজার রানের ম্যাজিক ক্লাবের সদস্যপদ পেয়েছেন তিনি।

১২৪ তম টেস্টে সেই রেকর্ডটি মনে রেখেছে বিশ্ব। ২০০৫ সাল পর্যন্ত সর্বাধিক টেস্ট ম্যাচের রেকর্ডটা ছিল তার দখলে। ৩৪টি টেস্ট সেঞ্চুরির ১৩টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছেন। উভয় ইনিংসে ৩ বার টেস্ট সেঞ্চুরির রেকর্ডও আছে তার।

১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ভারত ফিল্ডারদের মধ্যে টেস্টে সবার আগে ১০০টি ক্যাচ ধরেছেন তিনি।বর্নাঢ্য এই ক্রিকেট ক্যারিয়ারে পদ্মশ্রী পদকে ভুষিত হয়েছেন সুনীল গাভাস্কার। আজ শুক্রবার (১০ জুলাই) পালিত হয়েছে লিটল মাস্টারের ৭১তম বর্ষপূর্তি।

লক ডাউনের মধ্যে নীরবে কেটে গেছে তার জন্মদিন। তবে তাকে ঠিকই মনে রেখেছে আইসিসি,বিসিসিআই। ১২৫টি টেস্ট ম্যাচে ৩৪টি সেঞ্চুরিতে ১০,১২২ রানের পাশে ওয়ানডে ক্রিকেটে ১০৮ ম্যাচে ৩,০৯২ রানের এই মালিককে তার ৭১তম জন্মদিনে বিশেষ শুভেচ্ছা দিয়েছে আইসিসিও বিসিসিআই।

আইসিসি এক টুইট বার্তায় লিখেছে-'প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার টেস্ট রান, প্রথম ব্যাটসম্যান যিনি তিন বার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন, ২০০৫ পর্যন্ত সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরি ছিল তাঁরই দখলে। প্রথম ভারতীয় ফিল্ডার যিনি ১০০ ক্যাচ নিয়েছিলেন। লিজেন্ডারি ক্রিকেটার সুনীল গাভাস্কারকে জন্মদিনের শুভেচ্ছা।'

বিসিসিআই টুইট বার্তায় দিয়েছে জন্মদিনের শুভেচ্ছা-'বিশ্বকাপ জয়ী, প্রথম ব্যাটসম্যান যিনি ১০ হাজার টেস্ট রান করেন, অভিষেক টেস্ট সিরিজে সব থেকে বেশি রান, প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও ব্যাটিং লিজেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা, সুনীল গাভাস্কার।'' গাভাস্কারের দখলে রয়েছে একাধিক ব্যাটিং রেকর্ড, যাঁকে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায় রাখা হয়।'

ভারতের সাবেক ক্রিকেটার মুহাম্মদ কাইফ লিখেছেন-শুভ জন্মদিন সানি ভাই। হেলমেট ছাড়া ব্যাটিং করার কাহিনী শুনতে শুনতে বড় হয়েছি। এটা আমার সৌভাগ্য যযে আমি তাঁকে চিনি এবং সেই সব গল্প তাঁর নিজের মুখেই শুনেছি। ওয়েস্ট ইন্ডিজকে নিজের ঘর করে নিয়েছিলেন এই মানুষটি।'

(দ্য রিপোর্ট/আরজেড/১০জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর