thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সাকিবের ব্যাপারে মুখ খুললেন তামিম

২০২০ জুলাই ১৪ ১৫:৩৫:৩৭
সাকিবের ব্যাপারে মুখ খুললেন তামিম

দ্য রিপোর্ট ডেস্ক: জাতীয় দলে তামিম ইকবাল আর সাকিব আল হাসানের সম্পর্কটা দীর্ঘ সময়ের। সমসাময়িক সময়েই ২২ গজে পথচলাটা শুরু করেছেন টাইগার ক্রিকেটের অন্যতম এই দুই স্তম্ভ। কিন্তু সাম্প্রতিক সময়ে এই দুই ক্রিকেটারের মধ্যকার সম্পর্ক নিয়ে ক্রিকেটপাড়ায় নানান গুঞ্জন উঠেছে। বিশেষ করে তামিমের লাইভ অনুষ্ঠানে সাকিবের না আসতে পারার পর থেকে এই আলোচনা আরও বেশি হালে পানি পায়। তবে তামিমের দাবি, সাকিবের সঙ্গে কোনপ্রকার দুরত্ব সৃষ্টি হয়নি তাঁর।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘বিডিক্রিকটাইম’ এর এক ফেসবুক লাইভে, তামিমের কাছে এক ভক্ত জানতে চান, সাকিবের সঙ্গে বন্ধুত্বের বর্তমান অবস্থা সম্পর্কে। উত্তরে তামিম বলেন, ‘(দুজনের মধ্যে) দূরত্ব থাকার তো কোনো কথাই আসে না। এই জিনিসটা শুরু হয়েছে আমার অনুষ্ঠানে সাকিবের লাইভে না আসা নিয়ে। আমি স্পষ্টভাবে বলেই দিয়েছিলাম, ব্যক্তিগত কারণে ও আসতে পারেনি। আর এটাতে আসা না আসা নিয়ে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে- এটা আমি বিশ্বাস করি না।’

এতদিন এ বিষয়ে কেন কিছু বলেননি, সেটিও পরিষ্কার করেন তামিম, ‘আমার কাছে মনে হয় না, আমার বা ওর গণমাধ্যমের সামনে এসে আমাদের সম্পর্ক ভালো আছে কি নেই সেটা ব্যাখা করার কোনো দরকার আছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের সম্পর্ক আমাদের সম্পর্কের জায়গায় আছে। লাইভ অনুষ্ঠানটা ছিল অন্য একটা জায়গায়। আমি সাকিবকে একজন ক্রিকেটার হিসাবে সম্মান করি। আমি নিশ্চিত সেও তাই করে। আমি সবসময় ওর ভালো চাই। এখানে বন্ধুত্ব খারাপ হয়ে যাবে কেন? আপনাকে আপনার বন্ধু বাসায় ডাকলে আর আপনি না গেলে কী আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে? আমাদের সম্পর্ক আমাদের সম্পর্কের জায়গায় ঠিক আছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৪জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর