thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে সাহেদকে

২০২০ জুলাই ১৫ ০৯:২২:৪৮
হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে সাহেদকে

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা টেস্ট না করে ফলাফল দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বন্ধ হওয়া রাজধানীর রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমকে গ্রেপ্তারের পর ঢাকায় আনা হয়েছে।

বুধবার সকাল নয়টা ৭ মিনিটে র‌্যাবের হেলিকপ্টারে করে তাকে সাতক্ষীরা থেকে ঢাকার পুরাতন বিমানবন্দরে আনা হয়।

এর আগে বুধবার ভোরে সাতক্ষীরা থেকে সাহেদকে গ্রেপ্তার করে পুলিশের এই এলিট ফোর্সটি। এ সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বিদেশে পালিয়ে যাবার পরিকল্পনা করছিল সাহেদ।

করোনা টেস্ট না করে ফলাফল দেয়া, লাইসেন্সের মেয়াদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গত ৬ জুলাই রাজধানীর রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। এর একদিন পর ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব। এরপর উত্তরা এবং মিরপুরে হাসপাতালের দুটি শাখা সিলগালা করে দেয়া হয়। সেই মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. শাহেদসহ ১৭ জনকে আসামি করা হয়।

এর মধ্যে রিজেন্ট চেয়ারম্যান শাহেদসহ নয়জনকে পলাতক হিসেবে এজাহারে দেখানো হয়েছিল। সেই মামলায় গত ৯ জুলাই সকালে সাহেদের সহযোগী তরিকুল ইসলাম তারেক শিবলীকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর আজ ভোরে গ্রেপ্তার হলেন রিজেন্টের মালিক সাহেদ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর