thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘চ্যাম্পিয়ন’ রিয়াল পাচ্ছে ৬১০ কোটি ৫০ লাখ টাকা

২০২০ জুলাই ১৮ ১৫:১৩:০৪
‘চ্যাম্পিয়ন’ রিয়াল পাচ্ছে ৬১০ কোটি ৫০ লাখ টাকা

দ্য রিপোর্ট ডেস্ক: একদিন আগেই লা লিগার এবারের মৌসুমের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রিয়াল মাদ্রিদ। স্বাভাবিকভাবেই দলটির খেলোয়াড় থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই মাঠের করেছে শিরোপা উৎসব। তবে ফুটবল প্রেমিদের আগ্রহ ছিল, স্পেনের শীর্ষ লিগ জিতে কত টাকা পাচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি?

লা লিগা জেতার জন্য রিয়াল মাদ্রিদ পাবে ৬৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায়, যা ৬১০ কোটি ৫০ লাখ ৫৫ হাজার টাকা। এদিকে রানার্স-আপ বার্সেলোনা পাবে ৬০ মিলিয়ন ইউরো তথা ৫৮১ কোটি ৪৩ লাখ ৩৮ হাজার টাকা। আর তৃতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ পাবে ৫২ মিলিয়ন ইউরো। এদিকে চারে অবস্থান করা সেভিয়ার পকেটে ঢুকবে ৪৪ মিলিয়ন ইউরো।

এরআগে গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে দুই মৌসুম পর লা লিগা শিরোপা ঘরে তুলে রিয়াল মাদ্রিদ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর