thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ম্যানসিটিকে উড়িয়ে ফাইনালে আর্সেনাল

২০২০ জুলাই ১৯ ১০:১৯:৩৬
ম্যানসিটিকে উড়িয়ে ফাইনালে আর্সেনাল

দ্য রিপোর্ট ডেস্ক: ওয়েম্বলিতে এফএ কাপের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে আর্সেনাল। গানার্সদের পক্ষে দুটি গোলই করেছেন পিয়েরে এমরিক আউবেমেয়াং। রোববার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ী দলের বিপক্ষে ১ আগস্ট শিরোপার জন্য লড়বে আর্সেনাল।

লড়াইটা শুধু এফএ কাপের সেমিফাইনালই ছিল না; বরং গুরু শীষ্যের লড়াইও। অবশ্য ৯০ মিনিটের ধ্রুপদী লড়াই শেষে জয়ী পেপ গার্দিওলার এক সময়ের ডাগআউট সঙ্গী, সহকারী মাইকেল আর্তেতাই।

শনিবার ম্যাচের ১৭ মিনিটেই আউবেমেয়াং গোল করে এগিয়ে নেন আর্সেনালকে। এ সময় নিকোলাস পেপের ক্রস থেকে জাল বল পাঠান গ্যাবনের এই ফুটবলার। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় গার্নার্সরা। বিরতির পর ৭১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে আর্সেনালকে এগিয়ে নেন ২-০ ব্যবধানে।

প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে শিরোপা হারানোর পর এবার এফএ কাপ জয়ের আশাও শেষ হয়ে গেল ম্যানসিটির।

লিগে সিটি এবং আর্সেনাল দুই দলেরই এখনো দুটি করে খেলা বাকি। সিটি আছে টেবিলের দুইয়ে। অন্যদিকে আর্সেনাল দশম স্থানে। সেই দলটাই এফএ কাপে পৌঁছে গেল ফাইনালে। দীর্ঘ দিনের শিরোপা খরা ঘোচানোর স্বপ্ন এখন দেখতেই পারে দলটি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর