thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ব্যাট করতে গিয়ে হাতে চোট পেয়েছেন ইমরুল

২০২০ জুলাই ২১ ১৫:১৫:৩০
ব্যাট করতে গিয়ে হাতে চোট পেয়েছেন ইমরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় মাঠে আসা হয়নি। বাকি ক্রিকেটারদের মতো ইমরুলও বাসায় নিয়মিত ফিটনেসের কাজ করে গেছেন। যে কারণে জিমে কাটানো সময়টা নতুন মনে হয়নি তার কাছে। কিন্তু দীর্ঘদিন ব্যাটিং করা হয়নি, তাই সোমবার ব্যাট ধরে অন্যরকম অনুভূতি কাজ করেছে ইমরুলের মাঝে। তবে ব্যাট করতে নেমে মৃদু চোটের শিকার হয়েছেন তিনি। স্কিল ট্রেনিংয়ে শুরুর দিনেই হাতে ফোসকা পড়েছে তার।

গত বিপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ইমরুল। এরপর ঢাকা ১৫ মার্চ শুরু হওয়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) জন্য অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি।

এরপর চোট থেকে সের উঠলেও ততোদিনে করোনার প্র্রকোপে প্রিমিয়ার লিগ বন্ধ। এরপর বাড়িতেই টুকটাক ফিটনেস নিয়ে কাজ করেছেন তিনি। সোমবার প্রথমবারের মত মাঠে এসে বিসিবির বেধে দেওয়া নিয়মে অনুশীলন করলেন তিনি।

বৃষ্টি মুখর আবহাওয়ায় মিরপুর স্টেডিয়ামের ইনডোরে স্কিল ট্রেনিংয়ে নেমেছিলেন ইমরুল। তবে দীর্ঘদিন পর ব্যাটিং করার ফলে তদার্ হাতে ফোসকা পড়ে যায়। অবস্থা বেশি গুরুতর না হলেও আগামী ২-৩ সেশন ব্যাটিং করতে পারবেন কি না তা নিয়ে রয়েছ সংশয়।

সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ইমরুল বলেন, ‘প্রথম দিনটা ভালোই গেছে। কিন্তু হাতে ফোসকা পড়ে গেছে। তিন-চার মাস পর ব্যাটিং করলাম, কিন্তু বেশিক্ষণ করতে পারলাম না। হাতে ফোসকা পড়ে যাওয়াও দুই-একদিন পর হয়তো ব্যাটিং করতে হবে। তবে অবস্থা ভালো হলে কালও করব ব্যাটিং, দেখা যাক। খুব বেশি ফোসকা না পড়লেও হাতে ব্যথা লাগছিল। এ কারণে আর করিনি।’

এতদিন পর ব্যাট ধরে ইমরুলের মনে হচ্ছে ব্যাটিংয়ে ছন্দ পেতে সময় লাগবে, মানিয়ে নিতে একটু সমস্যাও হবে। ইমরুল বলেন, ‘মানিতে নিতে অবশ্যই সময় লাগবে। এটা স্বাভাবিক ব্যাপার। বডি মুভমেন্ট, ফুটওয়ার্ক; এসব ঠিক হতে সময় লাগে। এক সপ্তাহ অনুশীলন না করলেই বল দেখতে সমস্যা হয়। সেখানে চার মাস কিছু করিনি। এটা তো অবশ্যই সমস্যা।’

ইমরুলের ব্যথার ধরণ সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘শুনেছি ব্যাটিং অনুশীলন করতে গিয়ে ইমরুলের হাতে ফোসকা পড়েছে। তবে সে কর্তব্যরত মেডিকেল টিম কিংবা আমাকে ব্যাপারটি জানায়নি। হয়তো বড় সমস্যা নয়, তিাই জানায়নি।’

(দ্য রিপোর্ট/আরজেড/২১জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর