thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ধানুশ-সাই পল্লবীর গানের ভিউ ৯০০ মিলিয়ন

২০২০ জুলাই ২২ ০৯:৩৪:১৭
ধানুশ-সাই পল্লবীর গানের ভিউ ৯০০ মিলিয়ন

দ্য রিপোর্ট ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী ধানুশ ও সাই পল্লবী। ‘মারি-টু’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা।

২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায় তামিল ভাষার এ সিনেমা। এটি বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হলেও এ সিনেমার ‘রাউডি বেবি’ গানটি দারুণ সাড়া ফেলে।

২০১৯ সালের ২ জানুয়ারি ইউটিউবে মুক্তি পায় গানটি। ওই বছরে ‘মোস্ট ট্রেন্ডিং মিউজিক ভিডিওস ইন ইন্ডিয়া’-এর তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছিল ‘রাউডি বেবি’। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে দেখা গানের তালিকায় এটি সপ্তম স্থানে ছিল। গানটি মুক্তির পর এ পর্যন্ত ৯০০ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে।

‘রাউডি বেবি’ গানে কণ্ঠ দিয়েছেন ধানুশ এবং ধী। গানের কম্পোজ করেছেন যুবান শংকর রাজা। কোরিওগ্রাফি করেছেন প্রভুদেবা।

ধানুশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পটাশ’। গত ১৫ জানুয়ারি মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে তিনটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। অন্যদিকে সাই পল্লবী অভিনীত সর্বশেষ সিনেমা ‘এনজিকে’। বর্তমানে তামিল ভাষার দুটো সিনেমার কাজ তার হাতে রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২২জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর