thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

রিয়ালেই থাকছেন জিদান

২০২০ জুলাই ২৪ ১০:১২:৩৩
রিয়ালেই থাকছেন জিদান

দ্য রিপোর্ট ডেস্ক: লা লিগা জয়ের পরপরই গুঞ্জন ছড়ায় রিয়াল মাদ্রিদে পরের মৌসুমে থাকছেন না কোচ জিনেদিন জিদান।

কিন্তু আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে। অবশেষে মার্কা বৃহস্পতিবার এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, জিনেদিন জিদান পরের মৌসুমে রিয়াল মাদ্রিদেই থাকছেন।

স্পেনের গণমাধ্যম নিজস্ব সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে। পাশাপাশি মার্কা বলছে, রিয়াল মাদ্রিদের শিরোপা উদযাপনের সময় ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিতো পেরেজ অধিনায়ক রামোসকে বলেছেন, ‘জিদান আমাদের জন্য আর্শীবাদ হয়ে এসেছে। আমরা তাকে আরও একটি মৌসুম রাখতে চাই।’

২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা জয়ের পর রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন জিদান। ২০১৯ সালের মাঝামাঝিতে পুরোনো ঠিকানায় ফেরেন অভিজ্ঞ এ কোচ। ফিরেই দলকে দিয়েছেন স্প্যানিশ লা লিগার শিরোপা। জিদানের অধীনে এটি রিয়ালের দ্বিতীয় লা লিগ শিরোপা। সব মিলিয়ে ২০৯ ম্যাচে লস ব্লাঙ্কোসদের হয়ে ১১ শিরোপা জিতেছেন জিদান।

হিসেব অনুযায়ী প্রতি ১৯ ম্যাচে জিদানের শোকেসে গেছে একটি করে ট্রফি। দুইটি লা লিগা, স্প্যানিশ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছেন জিদান। এছাড়া চ্যাম্পিয়নস লিগের শিরোপা পেয়েছেন টানা তিনবার।

লিগ শিরোপা নিশ্চিতের পর এবার রিয়ালের চোখ চ‌্যাম্পিয়নস লিগে। শেষ ষোলোর দ্বিতীয় লেগে আগামী ৭ আগস্ট তাদের প্রতিপক্ষ ম‌্যানচেস্টার সিটি। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব‌্যুতে ২-১ ব‌্যবধানে জিতেছিল গার্দিওলার শিষ‌্যরা। এবার রিয়ালের প্রতিশোধ নেওয়ার পালা। পাশাপাশি জিদানের চ্যাম্পিয়নস লিগ পুনরুদ্ধারের চ্যালেঞ্জ।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর