thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

শুটিংয়ে ফিরে ভালো লাগছে না: নিশো

২০২০ জুলাই ২৪ ১৫:০৮:৫৫
শুটিংয়ে ফিরে ভালো লাগছে না: নিশো

দ্য রিপোর্ট প্রতিবেদক: দীর্ঘ সাড়ে চার মাস ঘরবন্দি থাকার পর নিজ ভুবনে ফিরলেন সময়ের ব্যস্ততম অভিনেতা আফরান নিশো।

ঈদুল আজহা উপলক্ষে পরিচালক রুবেল হাসান নির্মাণ করছেন ‘বউ’ নামে একক নাটক। এর মাধ্যমে গত ২২ জুলাই শুটিংয়ে ফিরেন তিনি। এতে নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন মেহজাবিন চৌধুরী।

দীর্ঘ সময় পর শুটিং ফিরেও স্বস্তি পাচ্ছেন না নিশো। তার ভাষায়—কাজে ফিরে একদমই ভালো লাগছে না। কিন্তু কাজ করতে হচ্ছে। বাসা থেকে যখন বের হচ্ছিলাম, আমার ছেলে বললো বাবা কোথায় যাচ্ছো? আমি বললাম, করোনার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি। যদি হারাতে পারি তাহলে তুমিও আমার সঙ্গে যেতে পারবে। আমার ছেলে চাইছে, আমি যেন করোনাকে হারিয়ে বাসায় ফিরি।

শুটিং সেটের নিরাপত্তা প্রসঙ্গে নিশো বলেন—শুটিং বাড়ি পুরোপুরি জীবাণুমুক্ত করা হয়েছে। সেটের সবার কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে। সেট থেকে আমার বাসা কাছেই। শুটিং শেষে বাসায় গিয়ে আলাদা রুমে থাকছি। ঈদের শুটিং শেষ করে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে চলে যাবো। ঈদের পর আবারো শুটিংয়ে ফিরবো।

ঈদুল আজহা উপলক্ষে মোট পাঁচটি নাটকে কাজ করবেন নিশো। সবগুলো নাটক প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর