thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সিনেমা মুক্তির দুই ঘন্টার মধ্যে হটস্টার ক্রাশ

২০২০ জুলাই ২৫ ১৫:০৩:২৫
সিনেমা মুক্তির দুই ঘন্টার মধ্যে হটস্টার ক্রাশ

দ্য রিপোর্ট ডেস্ক: মানুষের মনে প্রবেশ করার রাস্তা যেন তাঁর জানা। নিজের অভিনয়ে মজিয়ে রেখেছিলেন দর্শককে। চলে গিয়েও কেমন যেন মায়ার বাঁধনে সকলকে আটকে রেখেছেন তিনি। সুশান্ত সিং রাজপুত, পর্দায় শেষবারের মতো দেখা দিলেন অভিনেতা। শুক্রবার, ২৪ জুলাই, হটস্টারে মুক্তি পেয়েছে সুশান্ত অভিনীত শেষ ছবি `দিল বেচারা।

বাংলাদেশ সময় রাত ৮ টা বাজতেই ঝড়ের গতিতে দর্শক সংখ্যা বেড়ে যায় হটস্টারের। আর তার ২ ঘণ্টা পরেই ক্রাশ করে যায় হটস্টার। ট্যুইট করে এই খবরটি জানান ফিল্ম ডিরেক্টর হান্সাল মেহতা। সিনেমা রিলিজের আগের থেকেই সুশান্তের সহকর্মী, প্রিয় মানুষ, বন্ধু, পরিবার এবং সর্বোপরি ফ্যানেরা এ দিন সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন `দিল বেচারা` দেখার জন্য।

সুশান্ত সিং রাজপুতের অভিনয় ও তাঁকে শেষবার স্ক্রিনে দেখা দর্শকদের কাছে এক বিষাদময় আনন্দ। এই ছবি ভারতীয় সিনেমার ইতিহাসেও গড়ে তুলল রেকর্ড। ছবি মুক্তির তিন ঘন্টার মধ্যে IMDB সুশান্ত সিং রাজপুত ও সঞ্জনা সাংঘির ছবি `দিল বেচারা`-কে রেটিং দিল দশে ৯.৯। মানে, ১০।

সুশান্তের মৃত্যু রহস্যের কিনারা ঠিকই হবে, এক না এক দিন। তবে ঈশান, সরফরাজ, মনসুর, অনিরুদ্ধ, ম্যানি-র হাসি মুখ চিরদিনের জন্য খোদাই হয়ে রয়ে যাবে দর্শকের মনে। এমন প্রাণবন্ত মানুষের অবসাদ, সম্ভব? এ রকম সরল একজন মানুষ, মনে এত জটিল সমস্যা বয়ে বেড়াচ্ছিলেন? সুশান্ত সিং রাজপুত। নামটা শুনলেই, বুকের কাছে কী যেন একটা বিঁধতে থাকে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর