thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

জীবনের নতুন ইনিংসে সাদমান

২০২০ জুলাই ২৫ ১৯:৪৯:৪৬
জীবনের নতুন ইনিংসে সাদমান

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাকালে ক্রিকেটাঙ্গনে বিয়ের ধুম পড়েছে। একের পর এক ক্রিকেটার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। আবু জায়েদ রাহী, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্তর পর খবর এলো সাদমান ইসলামের বিয়ের। শুক্রবার পারিবারিক আনুষ্ঠানিকতায় বিয়ে সম্পন্ন হয়েছে বাংলাদেশ টেস্ট দলের ওপেনিং ব্যাটসম্যানের।

সাদমানের জীবনসঙ্গী নাশা ওয়ালিদ নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছাত্রী, স্নাতক শেষ সেমিস্টারে পড়ছেন। পারিবারিকভাবে বিয়ে হলেও আগে থেকেই দুইজনের জানাশোনা ছিল। নিজেদের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন সাদমান ইসলাম নিজেই।

সাদমান বলেছেন, ‘অনুষ্ঠান করেই বিয়ে করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনাভাইরাস কতদিন থাকে এই চিন্তা থেকেই দুই পরিবারের একত্রে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে। করোনাকাল শেষে বড় অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে দাওয়াত করবো। আমাদের নতুন জীবন শুরু হচ্ছে, সবাই আমার জন্য দোয়া করবেন।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৫জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর