thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

পশুর হাটগুলোতে বন্যার প্রভাব

২০২০ জুলাই ২৬ ১৩:১৫:১২
পশুর হাটগুলোতে বন্যার প্রভাব

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা আর বন্যার প্রভাব পড়েছে পশুর হাটগুলোতে। নেই ক্রেতা-বিক্রেতার আনাগোনা। ফলে বছরজুড়ে লালনপালন করা পশু নিয়ে বিপাকে খামারীরা। এদিকে দেশের এমন পরিস্থিতিতেও থেমে নেই কুড়িগ্রামের সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনা। যদিও অবৈধভাবে গরু আমদানি রুখতে কঠোর নজরদারির আশ্বাস দিয়েছে প্রশাসন।

ঈদুল আযহার বাকি আর মাত্র কয়েকদিন। অন্যান্য বছর এই সময় পশুর হাটে থাকে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। অথচ এবছর চিত্রটা একেবারেই আলাদা।

করোনার প্রভাব পড়েছে দেশের প্রতিটি পশুর হাটেই। এবার হাটের সংখ্যাও কম। যা আছে সেগুলোতে নেই তেমন ক্রেতা। ফলে সারাবছর ধরে পশু লালনপালন করলেও বিক্রি নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা।

এদিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কয়েক জেলায় করোনার সাথে হানা দিয়েছে বন্যাও। ফলে এই দুই অঞ্চলের পশুর হাটের অবস্থা আরো খারাপ। তবে স্বাস্থ্যবিধি মেনে হাটে গিয়ে পশু কেনা বেচার ক্ষেত্রে বাধা নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি অনলাইন বাজারে গরু কেনা বেচা করার পরামর্শ দিলেন তারা।

অন্যদিকে কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আসছে। দুই দেশের চোরাকারবারীদের যোগসাজসে এখানকার কয়েকটি দ্বীপচর গ্রামের সীমান্তের কাটতারের বেড়ার মধ্য দিয়ে বা নদীতে ভাসিয়ে গরুগুলো ঢোকানো হচ্ছে। এ বিষয়ে নজরদারী আরো বাড়ানোর কথা জানালেন জেলা প্রশাসক। পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে শিগগিরি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর