thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পলাশবাড়ীতে মাইক্রো চাপায় প্রাণ গেল তিনজনের

২০২০ জুলাই ২৬ ১৩:২২:৫০
পলাশবাড়ীতে মাইক্রো চাপায় প্রাণ গেল তিনজনের

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন রিকশাচালক, একজন নারী এবং তার শিশু সন্তান। রবিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার মহেশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে প্রতিবাদস্বরূপ রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা।

স্থানীয়দের কয়েকজন জানায়, রংপুর থেকে একটি মাইক্রোবাস বগুড়ার দিকে যাওয়ার পথে মহেশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই রিকশার চালক, রিকশার যাত্রী এক নারী এবং তার কোলের শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিবুর রহমান।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর