thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

করোনা সনদ জাল, বিমানবন্দর থেকে শাজাহান খানের মেয়েকে ফেরত

২০২০ জুলাই ২৬ ২০:১৯:২৪
করোনা সনদ জাল, বিমানবন্দর থেকে শাজাহান খানের মেয়েকে ফেরত

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে লন্ডন যেতে বিমানবন্দরে এলেও এক যাত্রী করোনা পজিটিভ থাকায় তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকালে যাত্রী ঐশী খানকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। ওই যাত্রী সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে।

রবিবার (২৬ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের লন্ডন ফ্লাইটের যাত্রী ছিলেন ঐশী খান। সূত্র জানায়, বাংলাদেশ থেকে বিদেশ যেতে সকল যাত্রীকে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়। তিনি করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখালেও ইমিগ্রেশন পুলিশ অনলাইনে চেক করে দেখেন তিনি করোনা পজিটিভ।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘করোনা পজিটিভ থাকায় লন্ডন ফ্লাইটের এক যাত্রীকে ফেরত দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।’

সূত্র জানায়, বিমানবন্দরে যাত্রীদের করোনা সার্টিফিকেট পরীক্ষা করে বিমান বন্দরের স্বাস্থ্য বিভাগ। সার্টিফিকেট পরীক্ষা শেষে যাত্রীরা চেক ইন সম্পন্ন করেন। তবে ঐশী খান বিমানবন্দরের ভিআইপি গেট ব্যবহার করে বিমানবন্দরে প্রবেশ করেন। সেখান থেকে সরাসরি ইমিগ্রেশনে চলে যান। ইমিগ্রেশনে তাকে চেক করলে ধরা পড়ে তিনি করোনা পজিটিভ। পরবর্তীতে নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা তার সার্টিফিকেট পরীক্ষা করে নিশ্চিত হন তিনি করোনা পজিটিভ।

বিমানবন্দরে দেখানো করোনা রিপোর্ট
সহকারী বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ড. জহির ইসলাম বলেন, ‘ইমিগ্রেশন থেকে আমাদের জানানো হয় একজন ভিআইপি গেট ব্যবহার করে এসেছেন, তিনি করোনা পজিটিভ। পরবর্তীতে আমরাও অনলাইনে চেক করে নিশ্চিত হই তিনি পজিটিভ। এই কারণে আর তাকে ফ্লাইটে যেতে দেওয়া হয়নি।’

এ প্রসঙ্গে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরে স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়। আমাদের কাজই হচ্ছে কেউ যেনও পজিটিভ হয়ে ফ্লাইটে যেতে না পারেন। এ কারণে একজন যাত্রীকে লন্ডন ফ্লাইটে যেতে দেওয়া হয়নি।’

বিমানবন্দর থেকে ফেরতের বিষয়টি স্বীকার করে শাহজাহান খান। তার দাবি স্বাস্থ্য অধিদফতর থেকে রিপোর্ট আনার সময় পজেটিভ ছিল, পরে পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, ‘আমি নিজে মেয়েকে নিয়ে বিমানবন্দরে যাই। ইমিগ্রেশন যাবে মেয়ে। ইমিগ্রেশন সিল দেওয়া শেষে চলে যাবে প্রায়, তখন অফিসার বললো স্যার, আমরা অনলাইনে চেক করে দেখছি এটা তো পজেটিভ। আমি তো আকাশ থেকে পড়লাম। ঘটনাটা কী, কিভাবে করে এমন হলো। তারপর আমিই বললাম, থাক বাদ যাও, ও (ঐশী) যাবে না।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৬জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর