thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

চামড়া কিনতে ট্যানারি মালিকরা পাচ্ছেন ৬৮০ কোটি টাকা

২০২০ জুলাই ২৭ ১৪:৩২:৪৪
চামড়া কিনতে ট্যানারি মালিকরা পাচ্ছেন ৬৮০ কোটি টাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক: চলতি বছর কোরবানির পশুর চামড়া কিনতে ৬৮০ কোটি টাকা ঋণ পাচ্ছেন ট্যানারি শিল্পোদ্যোক্তারা। রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকসহ বেসরকারি কয়েকটি বাণিজ্যিক ব্যাংক মিলে চামড়াখাতে এ পরিমাণ ঋণ দেওয়া হবে।

তবে এই ঋণ কতজন উদ্যোক্তা পাবেন, সে বিষয়ে ব্যাংকগুলো এখনও কিছু জানাতে পারেনি।

ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছে, এরইমধ্যে কিছু ঋণ অনুমোদন হয়েছে। কিছু ঋণ আবেদনের বিষয় এখনও সংশ্লিষ্ট ব্যাংক পর্ষদে বিবেচনাধীন।

জানা গেছে, ৬৮০ কোটি টাকা ঋণের মধ্যে ৫৪০ কোটিই দিচ্ছে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক। সবচেয়ে বেশি ১৮৫ কোটি টাকা দিচ্ছে অগ্রণী ব্যাংক। রূপালী ব্যাংক দিচ্ছে ১৫৫ কোটি, জনতা ব্যাংক ১০০ কোটি ও সোনালী ব্যাংক ১০০ কোটি টাকা ঋণ দিতে যাচ্ছে।

বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৭০ কোটি টাকা ঋণ বরাদ্দ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। অন্যান্য ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক ৫০ কোটি এবং সাউথইস্ট ব্যাংক দিচ্ছে ২০ কোটি টাকা।

তবে পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকসহ আরও কয়েকটি বেসরকারি ব্যাংক এবার কোরবানির চামড়া কিনতে ঋণ দিতে পারে বলে জানা গেছে।

এছাড়া বিশেষায়িত বেসিক ব্যাংক চামড়া খাতে এবার কোনো ঋণ দিচ্ছে না। এখাতে উদ্যোক্তারা বেশি খেলাপী হওয়ায় ব্যাংকটি এবার ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামস-উল ইসলাম সোমবার (২৭ জুলাই) সকালে রাইজিংবিডিকে বলেন, ১৮৫ কোটির মধ্যে ১০৫ কোটি টাকা ঋণ পর্ষদ এরইমধ্যে অনুমোদন করেছে। আরও কিছু আবেদন আছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। কোয়ালিফাইড হলে ঋণ দেওয়া হবে।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতাউর রহমান বলেন, ১৫৫ কোটি টাকা ঋণের সবটাই নিয়মিত নয়, কিছু পুনঃতফসিল রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কি পরিমাণ ঋণ বিতরণ হয়েছে সে তথ্য ব্রাঞ্চগুলো ভালো বলতে পারবে। গত পরশু ব্যাংকের বঙ্গবন্ধু অ্যাভিনিউ ব্র্যাঞ্চে ২৫ কোটি টাকার একটি ঋণ অনুমোদন করা হয়েছে। চামড়াখাতে দেওয়া বাকি ঋণও ব্রাঞ্চগুলোকে দ্রুত ছাড়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর