thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ইন্টারে যোগ দিচ্ছেন মেসি!

২০২০ জুলাই ২৮ ১৪:৪৯:৪১
ইন্টারে যোগ দিচ্ছেন মেসি!

দ্য রিপোর্ট ডেস্ক: সম্প্রতি গুঞ্জন ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে জুটি বাধতে পারেন লিওনেল মেসি। বার্সা ছেড়ে দেয়ার যে ইঙ্গিত কিং লিও দিয়েছেন, তাতেই এই গুঞ্জনের ডালপালা গজাতে শুরু করে।

এদিকে স্প্যানিশ মিডিয়ার কেউ কেউ দাবি করেছিল, ২০২১ সালে বার্সার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর মেসি ফ্রি হয়ে যাবেন। তখন তিনি অনায়াসেই রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইতালিয়ান মিডিয়ার দৃঢ় বিশ্বাস, অন্য কোথাও নয়, মেসি যোগ দিচ্ছেন ইন্টার মিলানেই।

ইতালিয়ান মিডিয়া দাবি করছে, ইন্টার মিলানই মেসিকে পেতে সবচেয়ে আগ্রহী এবং মেসিও ভেতরে ভেতরে সম্পর্ক রক্ষা করে চলেছেন ইতালিয়ান ক্লাবটির সঙ্গে। মাদ্রিদভিত্তিক পত্রিকা মার্কা প্রকাশ করেছে এই খবর।

ইন্টার মিলান গত ৯ বছর কোনো শিরোপা জিততে পারেনি। তাই এবার দলটি হাত বাড়াচ্ছে মেসির দিকে। এ ব্যাপারে ইতালিয়ান প্রভাবশালী পত্রিকা লা গ্যাজেট্টা দেলো স্পোর্ট লিখেছে, ইন্টার মিলানের চীনা মালিক খুবই আত্মবিশ্বাসী মেসিকে কিনে নেয়ার ব্যাপারে। পত্রিকাটি হেডিং করেছে, এটা খুবই সম্ভব। মেসিকে কিনে নেয়ার ব্যাপারে সমস্ত প্রস্তুতিই সম্পন্ন করে ফেলেছে ইন্টার।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর