thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর মা করোনায় আক্রান্ত

২০২০ জুলাই ২৮ ১৫:১১:৩৪
অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর মা করোনায় আক্রান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: নব্বই দশকের নন্দিত ও জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর মা জিনাত বরকতুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অবস্থা কিছুটা প্রতিকূলে থাকায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। জিনাত বরকতুল্লাহ একজন প্রতিথযশা নৃত্যশিল্পী।

বিজরী ২৭ জুলাই রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘এতোটা অসহায় এ জীবনে কোনোদিন লাগেনি..’

সেই পোস্টের নিচে অনেকেই জানতে চান কী সমস্যায় পড়েছেন বিজরী। তিনি উত্তরে জানান, তার মা করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে গ্রিন লাইফ হাসপাতালের এইচডিইউ ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। জরুরি ভিত্তিতে তার জন্য প্লাজমা লাগবে।

আজ মঙ্গলবার, ২৮ জুলাই তিনি জানিয়েছেন, তার মায়ের জন্য জরুরি ভিত্তিতে বি পজিটিভ গ্রুপের প্লাজমা প্রয়োজন। সেখানে তিনি উল্লেখ করেছেন, শুধুমাত্র করোনা থেকে মুক্ত হয়েছেন এমন পুরুষদের যোগাযোগ করার জন্য।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর