thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

স্ত্রীকে মার্সিডিজ বেঞ্জ উপহার দিলেন সাকিব

২০২০ আগস্ট ০১ ১৭:১১:৫৯
স্ত্রীকে মার্সিডিজ বেঞ্জ উপহার দিলেন সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক: করোনার কারণে ঈদের আমেজে কিছুটা ভাটা পড়লেও টাইগার ক্রিকেটাররা যে যার মতো উদযাপন করছেন এবারের ঈদ। এদের মধ্যে দেশের বাইরে স্ত্রী-সন্তানসহ ঈদ পালন করছেন সাকিব আল হাসান। আর ঈদে স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে দারুণ এক উপহার দিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়।

সাকিব আল হাসান করোনা মহামারি শুরু হওয়ার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যান। তার স্ত্রী তখন ছিলেন সন্তান সম্ভবা। এরই মধ্যে দ্বিতীয় কন্যার বাবা হলেন। কিন্তু করোনার কারণে দেশে ফিরতে পারেননি সাকিব।

এরই মধ্যে দুটি ঈদ মা-বাবাকে ছাড়া নিউইয়র্কে পালন করে ফেলেছেন সাকিব। তবে ঈদুল আজহায় স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে একটি মার্সিডিজ বেঞ্জ উপহার দিলেন। সাকিবের স্ত্রী নিজেই তার ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে গাড়ির ছবি দিয়ে এ খবর জানায় ভক্তদের। ক্যাপশনে তিনি লেখেন, ‘গিফট ফ্রম হাসবেন্ড’।

এর কিছুদিন আগেই স্ত্রীকে বিএমডব্লিউ উপহার দিয়েছিলেন সাকিব। নিষেধাজ্ঞা পার করতে থাকা সাকিব যে পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তা সহজেই অনুমেয়। আগামী অক্টোবরের ২৯ তারিখ শাস্তির মেয়াদ শেষ হবে সাবেক এই টাইগার অধিনায়কের।

(দ্য রিপোর্ট/আরজেড/০১আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর