thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আবারো দিতে হবে তামিমকে করোনা টেস্ট

২০২০ আগস্ট ০৪ ১৫:১৬:১৪
আবারো দিতে হবে তামিমকে করোনা টেস্ট

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমন ঝুঁকির মধ্যে স্বাস্থ্য বিধি মেনে গত ১৯ জুলাই থেকে ৮ আগস্ট ক্রিকেটাররা পেয়েছে অনুশীলনের সুযোগ। মুশফিক,ইমরুল,মিঠুন,শফিউল,মেহেদী মিরাজ,নাজমুল হোসেন শান্ত,মেহেদী হাসান,নুরুল হাসান সোহান,তাসকিন,শফিউল,আবু জায়েদ রাহি,মেহেদী হাসান রানারা পর্যায়ক্রমে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম কমপ্লেক্স সহ দেশের ক'টি ভেন্যুতে করেছেন অনুশীলন।

চার মাস ঘর বন্দী থেকে অতিষ্ঠ হয়ে মাঠে ফিরতে পেরে খুশি ক্রিকেটাররা। রানিং এবং জিম ওয়ার্কের পাশাপাশি ব্যাটসম্যানরা ইনডোরে অনুশীলন সুবিধা পেলেও বোলাররা শুধু রানিং করেছেন প্রথম পর্যায়ের অনুশীলনে।

ঈদের ছুটি শেষে আগামী ৮ আগস্ট শনিবার থেকে আবার ব্যক্তিগত অনুশীলনে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হবে অনুশীলন। তবে পেটের ব্যাথায় কাতর তামিম লন্ডনে বেশ ক'টি টেস্ট করিয়ে দেশে ফিরে গত ১ আগস্ট সকালে দেশে ফিরে এখন ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকায় দ্বিতীয় পর্যায়ের অনুশীলনের শুরুতে যোগ দিতে পারছেন না।

লন্ডন থেকে মেডিকেল রিপোর্ট হাতে পেয়ে পরবর্তী চিকিৎসার প্রস্তুতি নিতে হবে তাকে। তার উপর পেটের ব্যাথা উপশম হয়নি এখনো। সে কারনেই দ্বিতীয় পর্যায়ের অনুশীলনে তামিমের হাজিরা দেয়ার সম্ভাবনা তেমন নেই বললেই চলে। ২৫ জুলাই লন্ডন যাত্রার আগে আইসিডিডিআরবিতে করোনা টেস্ট করতে হয়েছে। নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় ফ্লাইটের টিকিট কাটতে পেরেছেন। লন্ডনে নেমেও দিতে হয়েছে করোনা পরীক্ষা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় পর্যায়ের অনুশীলনে মুশফিকদের সঙ্গী হতে চাইলে অনুশীলন শুরুর আগেই তামিকে দিতে হবে আবারো করোনা টেস্ট করানোর। সেখানে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলেই পাবেন তামিম অনুশীলনের অনুমতি। এমনটাই জানিয়েছেন বিসিবি'র প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর