thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

যমুনায় পিকনিকের নৌকা ডুবে নিখোঁজ ৫

২০২০ আগস্ট ০৬ ১৮:৫৪:২০
যমুনায় পিকনিকের নৌকা ডুবে নিখোঁজ ৫

টাঙ্গাইল প্রতিনিধি: যমুনা নদীতে পিকনিকের নৌকা ডুবে টাঙ্গাইলের ৫ যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। বুধবার বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জের চায়না ঘাটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল পূর্বপাড়া গ্রামের সাত্তার মন্ডলের ছেলে মারুফ হাসান (২৬), আব্দুর রশিদের ছেলে হাসিনুর রহমান (৩০), আবুল হোসেনের ছেলে মিজান (২৮), সোহরাব হোসেনের ছেলে শরিফ (১৭) ও কিতাব আলীর ছেলে শাহাদত (১৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর জানান, ঈদ উপলক্ষে পিকনিকের আয়োজন করেন ওই গ্রামের ২৭ জন যুবক। বুধবার সকালে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই ঘাট থেকে ৪ হাজার টাকা ভাড়ায় একটি ইঞ্জিনচালিত নৌকায় পিকনিকের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে যান তারা। সেখানে দুপুরের খাবার শেষে গোপালপুরে ফেরার পথে বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জের চায়না ঘাটের অদূরে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে বাকিরা সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছালেও ওই পাঁচজন নিখোঁজ হন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুরে সর্বশেষ সিরাজগঞ্জ থানা সূত্রে পাওয়া তথ্যে জানতে পেরেছেন উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধান চালাচ্ছেন। এখনও কাউকে উদ্ধার করা যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর