thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

জাতীয় দলের ২৪ ফুটবলারের মধ্যে ১৮ জনই করোনা আক্রান্ত

২০২০ আগস্ট ০৮ ০৮:০৬:০১
জাতীয় দলের ২৪ ফুটবলারের মধ্যে ১৮ জনই করোনা আক্রান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় ফুটবল দলের প্রাথমিক দলে ডাক পাওয়া ১৮ ফুটবলারই করোনা আক্রান্ত। প্রথম দফায় ১২ ফুটবলারের করোনা টেস্টে ৪ জনের পজেটিভ হলে শুক্রবার জানা যায় ওই তালিকায় থাকা আরও ৭ জন করোনায় আক্রান্ত।

সেই সাথে দলের সহকারী কোচও আক্রান্ত হয়েছেন। দুই দিনে ২৪ ফুটবলারের মধ্যে করোনায় আক্রান্ত ১১ জনকে রেখেই গাজীপুরে সারাহ রিসোর্টের আইসোলেশন ক্যাম্পে যোগ দেন ১৩ ফুটবলার। সাথে ছিলেন দুই স্থানীয় কোচ ও সাপোর্ট স্টাফ। তাদের জন্য অপেক্ষা করছিলো বড় এক দুঃসংবাদ। বিলম্বে প্রাপ্ত এক রিপোর্টে জানা গেল প্রথম দিন ক্যাম্পে ওঠা ৮ ফুটবলারের মাঝে ৭ জনই করোনায় আক্রান্ত।

সাথে দলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারও করোনা আক্রান্ত। সব মিলিয়ে করোনায় আক্রান্ত ফুটবলারের সংখ্যা ১৮। দুই দিন এক সাথে ছিলেন ১৩ ফুটবলার, শুক্রবার নতুন করে ৭ জন আক্রান্তের সংবাদে অবশিষ্ট ৫ ফুটবলারের মাঝেও সংক্রমণের শঙ্কা ছড়িয়ে পড়েছে।

বিলম্বে পাওয়া রিপোর্টে যাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে তারা হলেন, ফয়সাল, মানিক, মনজুরুর, আবদুল্লাহ, ইয়াসিন আরাফাত, বিপলু আহমেদ ও মাহবুবুর রহমান সুফিল। প্রথম দিনে ক্যাম্পে ওঠাদের মাঝে একমাত্র করোনামুক্ত ফুটবলার পাপ্পু হোসেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর