thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

নারী ক্রিকেটাদের ফেরার তারিখ ঘোষণা

২০২০ আগস্ট ১০ ১০:৫৫:৫৯
নারী ক্রিকেটাদের ফেরার তারিখ ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক: ব্যক্তিগত পর্যায়ে ঈদের আগে থেকেই অনুশীলনে ফিরেছে টাইগার ক্রিকেটাররা। পাঁচ ভেন্যুতে স্বাস্থ্যবিধি মেনে করা অনুশীলনের পর দলগত ক্যাম্পেইন কবে থেকে শুরু হবে তা এখনো নিশ্চিত নয়। এর মাঝেই নারী ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর সূচী ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসবি)।

রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় নারী ক্রিকেটারদের অনুশীলন সূচি প্রকাশ করেছে বিসিবি। সূচি অনুযায়ী খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করবেন বাংলাদেশ নারী দলের দুই অধিনায়ক রুমানা আহমেদ এবং সালমা খাতুন।

এ ছাড়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঘাম ঝরাবেন খাদিজাতুল কুবরা এবং শারমিন সুলতানা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবেন শামীমা সুলতানা এবং শারমিন শুপ্তা। শের-ই-বাংলায় নিজেদের ফিটনেস নিয়ে কাজ করবেন জাহানারা আলম এবং নাহিদা আকতার। সোমবার (১০ আগস্ট) থেকেই তাদের অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১০আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর