thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

কিংবদন্তি ফুটবলার বাদল রায় করোনায় আক্রান্ত

২০২০ আগস্ট ১৩ ১৭:৫৪:৫২
কিংবদন্তি ফুটবলার বাদল রায় করোনায় আক্রান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনায় আক্রান্ত জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

করোনা উপসর্গ থাকায় সোমবার পরীক্ষা করান এ কিংবদন্তি । বুধবার রাতে তিনি করোনা পজিটিভ রিপোর্ট পান। বর্তমানে ঢাকার ওয়ারিতে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন বাদল রায়।

তার স্ত্রী মাধুরী রায় বলেন, ‘আপাতত তার শারীরিক অবস্থা ভালো আছে। শুধু সামান্য গলা ব্যথা আছে। এছাড়া জ্বর, কাঁশি নেই। দেশবাসীর কাছে তার সুস্থতার জন‌্য দোয়া চাচ্ছি।’

এর আগে, ২০১৭ সালে মস্তিস্কে রক্তক্ষরণে ৪৬ দিন হাসপাতালে থাকতে হয়েছিল বাদল রায়কে। বিদেশে গিয়ে চিকিৎসা করানোর পর সুস্থ হয়েছিলেন এ কিংবদন্তি ফুটবল তারকা।

১৯৮১ থেকে ১৯৮৬ পর্যন্ত বাদল রায় জাতীয় দলে খেলেছেন। এছাড়া ক্লাব ফুটবলে তিনি পরিচিত মোহামেডানের বাদল রায় হিসেবে। ঐতিহ্যবাহী ক্লাবটিতে খেলেছেন ১৯৭৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত। সাবেক এই ফুটবলার বাফুফের সহ-সভাপতি হিসেবে টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবারও তার বাফুফে নির্বাচন করার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর