thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ময়মনসিংহে মাইক্রোবাস পুকুরে, ৮ লাশ উদ্ধার

২০২০ আগস্ট ১৮ ১০:০০:৫৯
ময়মনসিংহে মাইক্রোবাস পুকুরে, ৮ লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি উপজেলার একটি পুকুরে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধারে যোগ দেন। মাইক্রোবাস থেকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাইক্রোবাসের ভেতরে আর কেউ নেই। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারাত হোসেন গাজী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর