thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে শ্রিংলার বৈঠক কাল

২০২০ আগস্ট ১৮ ১৫:২৭:৩৬
ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে শ্রিংলার বৈঠক কাল

দ্য রিপোর্ট প্রতিবেদক: সংক্ষিপ্ত সফরে মঙ্গলবার ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সফরের প্রথম দিনে আজ মঙ্গলবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন তিনি। এরপর আগামীকাল বুধবার পররাষ্ট্র সচিব এম মাসুদ বিন মোমেনের সাথে ভ্যাকসিনের ট্রায়ালের বিষয়ে বৈঠকে বসবেন তিনি। তবে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সাথে এবার তার কোনো বৈঠক হবে না।

এম মাসুদ বিন মোমেন জানিয়েছেন, শ্রিংলার এবারের সফরের আলোচনায় প্রাধান্য পাবে করোনা পরিস্থিতি, অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়াল, রোহিঙ্গা ইস্যু, ট্রান্সশিপমেন্টসহ দ্বিপাাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়।

তিন বছর ঢাকায় ভারতীয় হাই কমিশনারের দায়িত্ব পালন শেষে গত বছরের জানুয়ারিতে বিদায় নেন হর্ষবর্ধন শ্রিংলা। ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার আগে যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন শ্রিংলা।

এই বছরের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণের পর শ্রিংলার দ্বিতীয় বাংলাদেশ সফর এটি। এর আগে মার্চের শুরুতে বাংলাদেশে এসেছিলেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর