thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি 25, ১৬ ফাল্গুন ১৪৩১,  ২৮ শাবান 1446

নতুন সিনেমায় মাহি-রোশান

২০২০ আগস্ট ২০ ১৫:৪৮:৪২
নতুন সিনেমায় মাহি-রোশান

দ্য রিপোর্ট ডেস্ক: নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক রোশান। সিনেমার নাম ‘আশীর্বাদ’। এটি নির্মাণ করবেন মোস্তাফিজুর রহমান মানিক। চলতি অর্থবছরে সিনেমাটি সরকারি অনুদান পেয়েছে। এটি প্রযোজনা করছেন জেনিফার ফেরদৌস।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

তিনি ‘দুই নয়নের আলো’, ‘মন ছুয়েছে মন’, ‘মা আমার চোখের মনি’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’, ‘এমনও তো প্রেম হয়’, ‘জান্নাত’ নামে জনপ্রিয় সিনেমা নির্মাণ। সর্বশেষ ‘জান্নাত’ সিনেমা নির্মাণ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এবার ‘আশীর্বাদ’ নামে সিনেমা নির্মাণ করছেন তিনি।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘আশীর্বাদ’ সিনেমা। এর জন্য ৬০ লাখ টাকা অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা। এর কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন জেনিফার ফেরদৌস।

মাহিয়া মাহি কয়েকদিন আগে অনন্য মামুনের ‘নবাব এল এল বি’ সিনেমায় চুক্তিবদ্ধ হন। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মাহি। খুব শিগগির এই সিনেমার শুটিংয়ে অংশ নিবেন এই নায়িকা। এদিকে ‘আশীর্বাদ’ সিনেমার শুটিংও চলতি মাসে শুরু হবে বলে জানা যায়।

(দ্য রিপোর্ট/আরজেড/২০আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর