thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ধোনিকে মোদির আবেগী চিঠি

২০২০ আগস্ট ২১ ০৭:৪৩:৪৭
ধোনিকে মোদির আবেগী চিঠি

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতকে উপহার দিয়েছেন আইসিসি'র তিনটি মেগা আসরের ট্রফি। বিশ্বকাপ,টি-২০ বিশ্বকাপ,আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-প্রতিটির শিরোপা একবার করে জিতেছে ভারত এই সফল অধিনায়কের নেতৃত্বে।

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যানচেষ্টারে খেলার পর আর ফিরতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে। গত ১৫ আগস্ট ভারতের জাতীয় দিবসে আবেগে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

তার এই সিদ্ধান্ত ছুঁয়েছে কোটি কোটি ভক্তের হৃদয়কে। ধোনির এই সিদ্ধান্তে বিলাপ করছেন অনেকেই। ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ পৃষ্ঠার একটি আবেগী চিটি টুইটারে পোষ্ট করেছেন ধোনিকে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত ভারত প্রধানমন্ত্রী মোদীর সেই চিঠিটা তুলে ধরা হলো-' সংখ্যাতত্ত্ব আর ম্যাচ জেতার হিসেব দিয়ে এমএস ধোনির নাম মনে রাখা হবে না। নিছক ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে দেখলেও আপনার প্রতি সুবিচার করা হবে না। আপনার অবদানকে এক বিশেষ ফেনোমেনন হিসেবে দেখাটাই ঠিক হবে।'

ছোট্ট শহর রাঁচি থেকে জন্ম নেয়া,ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠা ধোনি এখন তরুন প্রজন্মের কাছে আদর্শ বলে লিখেছেন মোদী চিঠিতে-'এক ছোট শহর থেকে জাতীয় স্তরে উত্থান আপনার নামের সঙ্গে সঙ্গে দেশকেও গৌরবান্বিত করেছে। তার পর থেকেই আপনার উত্থান এবং আপনার কর্মকান্ড দেশের কোটি কোটি যুবকের কাছে প্রেরণা । যারা আপনার মতোই কোনও অভিজাত স্কুল-কলেজে পড়েনি, পারিবারিক আভিজাত্যও নেই, কিন্তু প্রতিভা আছে, যার মাধ্যমে তারা নিজেদের সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারে। নতুন ভারতীয় সত্তার অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ আপনি, যেখানে পারিবারিক পরিচিতি নয়, নিজেদের পরিচয়েই নিজেদের অভীষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারে তরুণ সমাজ। ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে দেখলেও আপনার প্রতি সুবিচার করা হয় না। আপনার অবদানকে এক বিশেষ ফেনোমেনন হিসেবে দেখাটাই ঠিক হবে।'

মোদীর এই আবেগি চিঠিকে ধন্যবাদ জানিয়ে ধোনি টুইটে দিয়েছেন উত্তর-'এক জন শিল্পী, সৈনিক অথবা খেলোয়াড় এটুকু স্বীকৃতির জন্যই কাজ করেন যে, তাঁদের কঠোর শ্রম আর আত্মত্যাগ প্রত্যেকের নজরে আসছে এবং তার মূল্যায়‌ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর মূল্যায়ন ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।'

(দ্য রিপোর্ট/আরজেড/২১আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর