thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

২০২০ আগস্ট ২১ ১৫:৩৪:২৯
টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার দুপুরের দিকের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজন শিক্ষক রয়েছেন। হতাহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

স্থানীয়রা জানান, দুপুরে রাবনা বাইপাস এলাকায় একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে পথেই তিনজন মারা যান। আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল সদরের ট্রাফিক পুলিশের সার্জন কাওসার আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২১আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর