thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ভালুকায় সাতসকালে সড়কে প্রাণ গেল ছয়জনের

২০২০ আগস্ট ২২ ০৯:৫০:৩১
ভালুকায় সাতসকালে সড়কে প্রাণ গেল ছয়জনের

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহতের ঘটনার এক সপ্তাহ যেনে না যেতেই আবারও ময়মনসিংহের সড়কে রক্ত ঝরলো। এবার ভালুকা উপজেলায় বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ভালুকা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

ভালুকা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করলেও তাদের নামপরিচয় কিছুই বলতে পারেননি। মেহেদি হাসান বলেন, সকাল সাড়ে সাতটার দিকে ভালুটা ডিগ্রি কলেজের সামনে একটি বাসের সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে ছয়জন প্রাণ হারান। তাদের মধ্যে শিশুও আছেন বলে জানা গেছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২২আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর