thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

করোনা আক্রান্ত এমপি দবিরুলকে ঢাকায় আনা হয়েছে

২০২০ আগস্ট ২৪ ১৬:৪২:৫২
করোনা আক্রান্ত এমপি দবিরুলকে ঢাকায় আনা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ দবিরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে গতরাতে প্রাপ্ত রিপোর্টে তার করোনা শনাক্ত হয়।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আজ সোমবার দুপুরে বিশেষ ব্যবস্থায় হেলিকাপ্টারে তাকে বালিয়াডাঙ্গী থেকে ঢাকায় নেওয়া হয়েছে।

এছাড়া, রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসারসহ জেলায় নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪৩৬ জনই সুস্থতা লাভ করেছেন। আর মৃত্যু হয়েছে ১৪ জনের।
জেলায় নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩, বালিয়াডাঙ্গীতে ৬, পীরগঞ্জে ৩, রাণীশংকৈলে ২ ও হরিপুর উপজেলায় একজন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর