thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১,  ৬ রবিউস সানি 1446

হৃদয় ভাঙার পর পুলিশের সঙ্গে পিএসজির সমর্থকদের সংঘর্ষ

২০২০ আগস্ট ২৪ ১৬:৪৫:৪০
হৃদয় ভাঙার পর পুলিশের সঙ্গে পিএসজির সমর্থকদের সংঘর্ষ

দ্য রিপোর্ট ডেস্ক: প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ২৫ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছিল। সেমিতে লিপজিগকে ৩-০ গোলে হারিয়েছে তারা পায় ফাইনালের টিকিট।

কিন্তু সেরাদের সেরার মঞ্চে শেষ হাসি হাসতে পারেনি পিএসজি। বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভাঙে নেইমার, এমবাপেদের। মাঠের সবুজ ঘাসেই কান্নায় ভেঙে পড়েন নেইমার। হৃদয় ভাঙে সমর্থকদের। ভক্তরাও হয়ে পড়েন হতাশ।

হারের হতাশা থেকে ম্যাচ শেষের পরপরই দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন পিএসজি সমর্থকরা। উন্মাতাল সমর্থকরা গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ করেন। এছাড়া বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেন। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। পরবর্তীতে লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে টিয়ারশেল ছুঁড়ে পুলিশ। এতে হতাহতের ঘটনা ঘটে।

এদিকে ফ্রান্সের মন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান করেছেন। তার ভাষ্যে, ‘মনের প্রশান্তি দিয়ে স্মরণীয় মুহূর্ত উপভোগ করা শ্রেয়। নিজেকে না হলেও নিজের কোচকে অনুসরণ করতে হবে। নিজেকে বাঁচাও, অন্যকে বাঁচাও। তোমাদের পিএসজি তোমাদেরই থাকবে।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৪আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর