thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১,  ৬ রবিউস সানি 1446

‘বাংলাদেশের মতো ছোট দলগুলোকে হারিয়ে উল্লাস লজ্জাজনক’

২০২০ আগস্ট ২৫ ১০:৫০:০৮
‘বাংলাদেশের মতো ছোট দলগুলোকে হারিয়ে উল্লাস লজ্জাজনক’

দ্য রিপোর্ট ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের যাচ্ছেতাই পারফরম্যান্সের জন্য কোচিং স্টাফদের চরম সমালোচনা করেছেন দলটির সাবেক অধিনায়ক আমির সোহেল। তবে পাকিস্তান ক্রিকেটের সমালোচনা করতে গিয়ে বাংলাদেশ দলকে রীতিমতো শূলে চড়ালেন তিনি। বাংলাদেশ বা ছোট দলগুলোকে হারিয়েই পাকিস্তানের কোচরা তৃপ্ত হয়ে যান বলে অভিযোগ তার। এভাবে আনন্দের জন্য দলের সঙ্গে থাকলে ক্রিকেট ছেড়ে কোচদের বিশ্ব ভ্রমণে যাওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

ইংল্যান্ড সফরের আগে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান। ঘরের মাঠে একটি টেস্টেও বড় ব্যবধানে জেতে তারা। কিন্তু ইংল্যান্ড সফরে নাভিশ্বাস অবস্থা পাকিস্তানের। সিরিজে পিছিয়ে থাকা আজহার আলীর দল তৃতীয় ও শেষ টেস্ট ফলো অনে পড়েছে। তাদের লড়াই এখন ইনিংস হার এড়ানো।

পাকিস্তানের এমন দশা দেখে ঘরের মাটিতে তাদের উদযাপনের কথা মনে পড়েছে আমির সোহেলের। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘আপনাকে যখন নিয়োগ দেওয়া হয়েছে, পয়সা পাচ্ছেন কাজের জন্য। বিনিময়ে কিছু করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন ধরে পাকিস্তান দলের সঙ্গে যারা আছে, দেখানোর মতো তাদের কিছুই নেই।’

ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে জেতা সিরিজের কথা উল্লেখ করে আমির সোহেল আরও বলেন, ‘বাংলাদেশ বা ছোট দলগুলোর বিপক্ষে জিতে, অবশ্য বাংলাদেশ এখন আর ছোট দল নয়। ভালো হয়ে গেছে তারা। এদের বিপক্ষে জিতে আনন্দে মাতলে তা লজ্জার ব্যাপার। সবাইকে নিজের কর্তব্য পালন করতে হবে। আমাদের ক্রিকেট এগোচ্ছেই না। অর্ধেক পা এগোলে ছয় পা পিছিয়ে যায়।’

ক্রিকেটারদের সমস্যার কথাও উল্লেখ করেছেন আমির সোহেল। নাসিম শাহর বোলিং অ্যাকশনে সমস্যা, মোহাম্মদ আব্বাসের সীমাবদ্ধতা, শাহিন শাহ আফ্রিদি ও ইয়াসির শাহর ঘাটতি চোখে পড়েছে তার। ব্যাটসম্যানদের একই ভুল বারবার করার বিষয়টিও দৃষ্টি এড়ায়নি সাবেক এই ক্রিকেটারের।

এসব কারণে কোচ মিসবাহ-উল-হককে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন আমির সোহেল। তিনি বলেন, ‘এসব দেখার দায়িত্ব কার? কোচদের কেন রাখা হয়েছে? আনন্দ ভ্রমণের জন্য পাঠানো হয়েছে তাদের! আনন্দ ভ্রমণের জন্য হলে তাদের বিশ্ব ভ্রমণে পাঠিয়ে দেওয়া হোক। মিসবাহকে বুঝতে হবে, সে কেন এখানে আছে। ক্রিকেটারদের সাহায্য করতে না পারলে, কোনো ব্যাটসম্যান একইভাবে বারবার আউট হলে, তাহলে ক্রিকেটার-কোচ সবার জন্যই সেটা সতর্ক সঙ্কেতের মতো।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৫আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর